× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ-২

নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির হানিফ

নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪৮ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয়। প্রবা ফটো

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয় ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গণমাধ্যমকে তার সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে আবু হানিফ হৃদয় অভিযোগ করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু এমপি তার চরিত্রহরণ, গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রচারণা থেকে দূরে সরে থাকতে বলেছেন। এ নিয়ে কমিশনে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাননি।

কে এম আবু হানিফ আরও বলেন, সরকার দলীয় প্রার্থীর লোকজন প্রতিটি গ্রামে কাউকে এজেন্ট না থাকার জন্য ভয়ভীতি-আতঙ্ক সৃষ্টি করে সিল মারার পরিকল্পনা করছে। তাদের এই কৌশলগত ভয় ছড়ানোর কারনে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নয়। এ কারনে সোনালী আশ প্রতীকের এ প্রার্থী নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে নির্বাচন বর্জন করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা