লক্ষ্মীপুর-২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:১০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:৩৩ পিএম
সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ও জনতা লীগের চেয়ারম্যান মুনসুর রহমান পাশা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। প্রবা ফটো
লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ও জনতা লীগের চেয়ারম্যান মুনসুর রহমান পাশা টাকার সংকট দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় রায়পুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মুনসুর রহমান পাশা বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়নপত্র দাখিল করি। পরে আমার মনোনয়নপত্র বৈধ হয় ও আমাকে ডাব প্রতীক দেওয়া হয়। আমিও আমার নির্বাচন কার্যক্রম শুরু করি। কিন্তু বর্তমানে আমার পার্টি থেকে আমাকে কোনো নির্বাচনী খরচ দেওয়া হচ্ছে না এবং তারা আমার সঙ্গে যোগাযোগও করছে না। ফলে টাকার সংকটে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালাম।’
তিনি আরও বলেন, ‘শুরু থেকে লক্ষ্মীপুর-২ আসনের জনগণ আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’
লক্ষ্মীপুর-২ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমানে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন; স্বতন্ত্র প্রার্থী স্ত্রী রুবিনা ইয়াছমিন লুবনা; সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম; জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, তৃণমূল বিএনপির আবদুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আমির হোসেন, মুক্তিজোটের ইমাম উদ্দিন সুমন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শরীফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এএফএম জসিম উদ্দিন আহমেদ ও ফরহাদ মিয়া।