× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-১

স্বতন্ত্র প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পোস্ট

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:১৭ পিএম

শনিবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু। প্রবা ফটো

শনিবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু। প্রবা ফটো

বগুড়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নির্বাচন থেকে তার সরে যাওয়ার মিথ্যা ঘোষণা প্রচারের অভিযোগ উঠেছে। 

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে মিঠু অভিযোগ করে বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে আমি জানতে পারি, আমার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি, যা পুরোপুরি মিথ্যা। পরে খোঁজ নিয়ে জানতে পারি, আমার অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি। পরে এ বিষয়ে বগুড়া সদর থানায় জিডি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার নিশ্চিত বিজয় জেনে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালিয়েছে। বিষয়টি পুলিশ জেনেছে।’ তবে তিনি সেই প্রার্থীর নাম তদন্তের স্বার্থে বলতে রাজি হননি। 

বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। যেহেতু তদন্ত চলছে, তাই এই মুহূর্তে বেশি কিছু বলতে চাই না। তদন্তের পর বিষয়টি জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা