হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১২:১৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৩:১২ পিএম
হবিগঞ্জে আগুন লাগা স্কুলের ছবি। প্রবা ফটো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতের কোনো একসময় পৌর এলাকার ধরাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই আগুন দেওয়া হয়। এতে বিদ্যালয়ের বেঞ্চ, চেয়ার-টেবিলসহ কাগজপত্র পুড়ে গেছে।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। তবে আগুন দুর্বৃত্তরা দিয়েছে কি না- ফায়ার সার্ভিস বা পুলিশের কেউ তাৎক্ষণিক তা নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় সায়েম তালুকদার ও জিলানী আখঞ্জি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মধ্যরাতে হঠাৎ করে বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে স্থানীয়রা বলছেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ভীতি ছড়াতেই এ ঘটনা ঘটানো হয়েছে।