× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামু বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার চেষ্টা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১১:৫৯ এএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১২:০২ পিএম

দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে বিহারের একটি সিঁড়ি। ৬ জানুয়ারি সকালে তোলা। প্রবা ফটো

দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে বিহারের একটি সিঁড়ি। ৬ জানুয়ারি সকালে তোলা। প্রবা ফটো

কক্সবাজারের রামু সদরের একটি বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার চেষ্টা করেছে ‘দুর্বৃত্তরা’। এতে বিহারের একটি সিঁড়ি পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মীদের তড়িৎ পদক্ষেপের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। 

আগুন সূত্রপাতের কারণ বা এটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে, ‘অজ্ঞাত দুর্বৃত্তরাই’ আগুন দিয়েছে। সংশ্লিষ্ট বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। 

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আবু তাহের দেওয়ানের বক্তব্য অনুযায়ী, শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটারে রাখাইন সম্প্রদায়ের উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ২টার দিকে ১৫০ বছরের পুরানো কাঠের তৈরি বিহারটিতে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুন দেখে বিহারের ভিতরে অবস্থানকারীরা চিৎকার, ডাকাডাকি শুরু করেন। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। 

পরবর্তীতে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিহারের ভিতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। 

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে ওসি তাহের দেওয়ান বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। তাছাড়া এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এখনো নিশ্চিত নয়। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশাপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনা কিভাবে ঘটেছে বা কোন দুর্বৃত্তরা সংঘটন করেছে কিনা পুলিশ তদন্ত করছে।’

ঘটনার পর থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। (শনিবার) সকালে পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান রামু থানার ওসি। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা