চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১১:২৯ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১৩:১৬ পিএম
চাঁদপুরে আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : প্রবা ফটো
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে বাসে ঘুমিয়ে থাকা হেলপার সামান্য দগ্ধ হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম প্রতিদিনের বাংলাদেশকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত হেল্পারের নাম খোকন মিয়া। এ সময় বাসের চালকও বাসে ঘুমিয়ে ছিলেন। তবে টের পেয়ে তিনি দ্রুত বাস থেকে নেমে যান।
বাস মালিকের দাবি, দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। তবে ফায়ার সার্ভিস তা নিশ্চিত করতে পারেনি।
চালক নাছির উদ্দীন বিপ্লব বলেন, হেলপারসহ তারা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। এ সময় তিনি মাথায় আঘাত পান।
আনন্দ পরিবহন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস বলেন, মুখোশধারী কয়েকজন যুবক এসে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারও নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।
চাঁদপুর ফায়ার সার্ভিসের (চাঁদপুর উত্তর স্টেশন) উপপরিচালক সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে কীভাবে এ ঘটনা ঘটেছে।