× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় গরু চোর সন্দেহে পিটুনিতে নিহত ৩

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪ ১০:৪৭ এএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪ ১০:৫৭ এএম

এ নৌকায় করে গরু নিয়ে পালাচ্ছিলেন তারা। পরে স্থানীয়রা ধরে পিটুনি দিলে তিনজন মারা যান। প্রবা ফটো

এ নৌকায় করে গরু নিয়ে পালাচ্ছিলেন তারা। পরে স্থানীয়রা ধরে পিটুনি দিলে তিনজন মারা যান। প্রবা ফটো

পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় সংঘবদ্ধ পিটুনিতে অজ্ঞাতপরিচয় তিনজন নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে তাদের নামপরিচয় এখনও পায়নি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার অষ্টমনীষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকায় পালাচ্ছিলেন কয়েকজন। টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করেন। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়স্বজনদের খবর পাঠান। এর মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে সংঘবদ্ধ পিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। সংঘবদ্ধ পিটুনিতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা