× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি বেশি ফাউল খেলে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে : ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৭:০৩ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:১৫ পিএম

বিএনপি বেশি ফাউল খেলে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে : ওবায়দুল কাদের

বিএনপি কোথায় জানতে চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেশি ফাউল খেলে লাল কার্ড খেয়ে খেলা থেকে বিদায় নিয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কই, বিএনপি কোথাও নেই। খেলা থেকে বিএনপি পালাইছে। খেলার মধ্যে বেশি ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়ে খেলা থেকে বিদায় নিয়েছে। বিএনপি ফাইনাল খেলায় নাই। আগামী ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে যে, সন্ত্রাসী-লুটেরা-অর্থ পাচারকারী বিএনপির স্থান এ মাটিতে নেই।’

জনসভায় যোগ দেওয়া নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘প্রিয় নারায়ণগঞ্জবাসী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আমলে আপনারা কেমন আছেন? আপনারা কাকে চান? আপনারা যদি নৌকা চান তাহলে নৌকায় ভোট দিবেন।’

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা বিএনপি চাই না। বাংলাদেশের মাটিতে তারেক রহমানের মতো খুনিকে আমরা আর দেখতে চাই না। এবার খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে,’ বলেন ওবায়দুল কাদের।

বিএনপির চলমান আন্দোলন ভুয়া মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের অবরোধ-হরতাল ভুয়া, তারা নিজেরাও ভুয়া। তাদের এক দফা আর ৩২ সবই ভুয়া। ভুয়ার সঙ্গে নারায়ণগঞ্জবাসী নেই।’

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে নারায়ণগঞ্জ বদলে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘নারায়ণগঞ্জের যেদিকে তাকাই সেদিকে ৬ লাইনের রাস্তা, ৪ লাইনের রাস্তা। নারায়ণগঞ্জ এখন আলোকিত। ১৫ বছর আগের এই জেলা শেখ হাসিনার উন্নতির কারণে এখন বদলে গেছে। শেখ হাসিনার কারণে শীতলক্ষ্যার তীরে এখন শান্তির বাতাস বইছে। বাংলাদেশ এখন সব থেকে বড় শত্রুর মুখে। গণতন্ত্রকে বাঁচাতে হলে এবং শত্রুদের পরাজিত করতে হলে শেখ হাসিনাকে সরকার হিসেবে রাখতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা