× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২২:৫৬ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২৩:২১ পিএম

বরিশালে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির এক নেতাকে। প্রবা ফটো

বরিশালে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপির এক নেতাকে। প্রবা ফটো

বরিশালে বিএনপির ২৪০ জন নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। আসামিদের মধ্যে ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতপরিচয় আসামি আছেন ২৪০ জন। 

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করে নির্বাচন বানচাল করতে নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন, জনমনে আতঙ্ক সৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে।’ 

কোতয়ালী মডেল থানার জিআরও এনামুল হক বলেন, ‘মামলার আসামি ৭ জনকে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী জেলে পাঠিয়েছেন।’

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট নিয়ে বেলা ১১টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নেতাকর্মীরা জড়ো হন। পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্যসহ ৭ জনকে আটক করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা