× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর শেষ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২২:৫৪ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২২:৫৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী শেষ সমাবেশে মঞ্চ প্রস্তুত। নারায়ণগঞ্জে শামসুজ্জোহা ক্রিড়া কমপ্লেক্সের মাঠ। ছবি: মেহেদী হাসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী শেষ সমাবেশে মঞ্চ প্রস্তুত। নারায়ণগঞ্জে শামসুজ্জোহা ক্রিড়া কমপ্লেক্সের মাঠ। ছবি: মেহেদী হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছে। এখানে বক্তৃতা করার মধ্যে দিয়ে তিনি দলের নির্বাচনী প্রচার শেষ করবেন। তাই শুধু নারায়ণগঞ্জই নয়, সারা দেশের মানুষেরই অপেক্ষা প্রধানমন্ত্রী তার শেষ নির্বাচনী জনসভায় কী বার্তা দেন। 

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে নিরাপত্তাব্যবস্থাকে। যা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান এমপি ও তার বড় ভাই নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান এমপি। সেলিম ওসমান বুধবার দুপুরে বিকেএমইএ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

এদিকে নগরীর রাইফেল ক্লাবে এক প্রস্তুতি সভায় নেতাকর্মীদের সময়মতো আসার নির্দেশ দিয়ে শামীম ওসমান বলেন, ‘আমার মা (শেখ হাসিনা) আসছে। কোথায় কী লাগে আমাকে বলবেন। নির্বাচনের প্রচার-প্রচারণা পরে, আগে নেত্রীর সম্মান। সকলেই জনসভায় উপস্থিত থাকবেন। জেলা-মহানগরের নেতৃবৃন্দ থাকবে, আইভী থাকবে। আমরা প্রমাণ করব নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। নেত্রীর পাশাপাশি শেখ রেহানা আপাকেও আনার চেষ্টা করছি। উনি এই প্রথমবার হয়তো নারায়ণগঞ্জে আসবেন।’

মূলত তার (শামীম ওসমান) দিকনির্দেশনা অনুযায়ী নেওয়া হচ্ছে সব রকম প্রস্তুতি। নির্বাচনী প্রচারণা রেখে তিনি প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি তদারকি করছেন। তার মতে, মাঠটি ছোট হলেও ৫-৭ লাখ মানুষের জনসমাগম ঘটবে প্রধানমন্ত্রীর সমাবেশে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)। তাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জনসভাস্থল ও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে পোশাকে ৩ হাজার পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন।’

জনসভা চলাকালীন আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখার পরিকল্পনা নেই জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রয়োজনে কিছু যান চলাচলের ক্ষেত্রে ‘ডাইভারশন’ ব্যবস্থা করা হবে।’

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ইতোমধ্যে মঞ্চ তৈরি করা হয়েছে, সাজানো হয়েছে চেয়ার। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়ামের সামনে নির্মাণ করা হয়েছে একটি তোরণ। এ সংযোগ সড়কসহ শহরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়েও প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে শামীম ওসমান বলেন, “আমি আশাবাদী এই সমাবেশটা নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এখানে অনেক সিনিয়র নেতাকর্মী আছেন, তারা না থাকলে আজ আমি ‘শামীম ওসমান’ হতে পারতাম না। তারা ছাড়া আমার দুই পয়সার দাম নাই। কিন্তু নেত্রীর নিরাপত্তার স্বার্থে মঞ্চে নির্দিষ্ট কিছু লোক ছাড়া অন্য কাউকে উঠাব না। আমাদের টার্গেট নেত্রী আসবেন, বক্তব্য দিবেন এবং সন্ধ্যার আগে ঢাকায় ফিরবেন।”

দীর্ঘ ১৫ বছর পরে দলের সভাপতির আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরাও। সমাবেশ ঘিরে লাখো মানুষের সমাগম সামাল দিতে প্রস্তুতির কথাও জানান তারা। সমাবেশ সফল করতে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জেও চলছে ব্যপক প্রস্তুতি। দফায় দফায় বৈঠক করছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুধু ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকেই ২ লাখের বেশি জনসমাগম নিশ্চিতে কাজ করছেন এই অঞ্চলের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা