× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর পক্ষে প্রচার : অতিরিক্ত কমিশনারকে নির্বাচনী অনুসন্ধান কমিটির তলব

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৭:১৭ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২১:১৮ পিএম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল হক মিলন। প্রবা ফটো

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল হক মিলন। প্রবা ফটো

বগুড়া-১ আসনে স্ত্রীর পক্ষে প্রচার ও সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগে পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল হক মিলনকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (৩ জানুয়ারি) বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার আদালতে সশরীরে হাজির হয়ে অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতেও উল্লেখ করা হয়েছে ওই নোটিসে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) হামিদুল হক মিলনের স্ত্রী বগুড়া- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি। লিপি ওই আসনে তবলা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। 

নোটিসে বলা হয়, ২ জানুয়ারি দৈনিক বগুড়া অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আপনি হামিদুল হক মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত আছেন। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিপির স্বামী। চাকরি থেকে এক মাসের ছুটি নিয়ে একজন সরকারি কর্মকর্তা হয়ে এলাকায় এসে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এ ছাড়া আপনার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো নির্বাচনী এলাকা বিপর্যস্ত করে রেখেছেন। সঙ্গে নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করছেন। যা আপনার পেশাগত অসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিসে আরও বলা হয়, কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, তা ৪ জানুয়ারি আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা হলো।

এ ব্যাপারে অতিরিক্ত কমিশনার হামিদুল হক মিলন বলেন, ‘নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠি পেয়েছি। আগামীকাল সেখানে গিয়ে ব্যাখ্যা দেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা