× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় নৌকা প্রার্থীর ২০ কর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৫:০৫ পিএম

 স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলের ৬টি অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রবা ফটো

স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলের ৬টি অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রবা ফটো

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেলের ৬টি অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ২০ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে সরজমিনে গেলে কার্যালয়গুলোর ভাংচুরের সত্যতা পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পূর্বধলা উপজেলার ইছুলিয়া বাজার, শিমুলকান্দি বাজার, কুতিউড়া, বাদে পুটিকা, শ্যামগঞ্জ এবং ভবের বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর এসব কার্যালয় ভাঙচুর করা হয়। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ১০-১৫টি মোটরসাইকেলে চড়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়গুলোর চেয়ার, টেবিল ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রাসেল নামে এক কর্মী নৌকার প্রার্থীর ২০ জন সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম নির্বাচনী কার্যালয় ভাঙচুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা