× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে : শেখ ফজলে শামস পরশ

নরসিংদী ও মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২২:১৯ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২২:৪২ পিএম

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় যুবলীগ চেয়ারম্যান। প্রবা ফটো

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় যুবলীগ চেয়ারম্যান। প্রবা ফটো

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে। যারা যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে কাজ করে তাদের নির্বাচনে আসার দরকার নেই। তারা পাকিস্তান চলে যাক। আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পথসভায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ পথ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় তিনি নৌকায় ভোট চেয়ে অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যুবলীগসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, নরসিংদী জেলা যুবলীগ সভাপতি বাবু শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, সহসভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রিপনসহ আরও অনেকে। এর আগে তিনি চর বেলাবতে এক পথসভায় নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিতে মনোহরদী-বেলাববাসীর প্রতি আহ্বান জানান।

এ ছাড়া এদিন যুবলীগ চেয়ারম্যান হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীর পক্ষে প্রচারে অংশ নেন। মাধবপুরে যুবলীগ আয়োজিত পথসভায় ফজলে শামস পরশ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যোগ্যতাসম্পন্ন লোকদের নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আপনাদের প্রতিনিধি মাহবুব আলী নৌকার যোগ্য প্রতিনিধি। তাকে নির্বাচিত করার দায়িত্ব আপনাদের।’

এ সময় তিনি আরও বলেন, ৭ তারিখে আপনাদের আরও একটা কাজ আছে। আপনারা প্রত্যেকে অন্তত ২০ জন ভোটারকে ভোটকেন্দ্রে নিয়া আসবেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চান।

মাধবপুরে কিবরিয়া স্কোয়ারে পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবীর রকি, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুল মোহিত, জেলা আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা