× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৯:১৬ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৯:৫৩ পিএম

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আওয়ামী লীগে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। প্রবা ফটো

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আওয়ামী লীগে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। প্রবা ফটো

কুড়িগ্রামে চিলমারী উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে আওয়ামী লীগ চিলমারী শাখার উদ্যোগে এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ফরিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা, চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম কাজী, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, আব্দুর রহিম জাহাঙ্গীর, আজগার আলী প্রমুখ।

জনসভার শুরুতেই রমনা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার শতাধিক বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দল পরিবর্তন প্রসঙ্গে আব্দুল জলিল সরকার বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান দেখতে পেয়ে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

নৌকা প্রতীকের প্রার্থী বিপ্লব হাসান পলাশ বলেন, ‘আমার জন্য নয়, আপনাদের স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।’

তিনি আরও বলেন, ‘এ মাটিতেই আপনারা থাকবেন, আপনাদের সন্তানরা বড় হবে, আপনাদের উত্তরসূরিরা থাকবে হাজার হাজার বছর ধরে, তাদের ভাগ্য উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। দলাদলি বন্ধ করে এপার ওপার ভুলে গিয়ে চিলমারী, রৌমারী, রাজীবপুর তথা গোটা দেশের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা