× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় রেললাইনের নাট-বল্টু খোলা, রক্ষা পেলেন ৩০০ যাত্রী

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৭:৫০ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৮:২১ পিএম

নেত্রকোণায় রেললাইনের নাট-বল্টু খোলা, রক্ষা পেলেন ট্রেনের ৩০০ যাত্রী। প্রবা ফটো

নেত্রকোণায় রেললাইনের নাট-বল্টু খোলা, রক্ষা পেলেন ট্রেনের ৩০০ যাত্রী। প্রবা ফটো

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বালুরঘাটায় রেললাইনের নাট-বল্টু রহস্যজনকভাবে খোলা দেখতে পান রেললাইনে টহলরত আনসার সদস্যরা। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে জারিয়াগামী ২৭২ ডাউন লোকাল ট্রেনের অন্তত ৩০০ জন যাত্রী। 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-জারিয়া রেলপথের জারিয়া রেলস্টেশনের পাশের বালুঘাটা নামক স্থানে রেললাইনের ১৭ নম্বর ব্রিজের ওপর ৪০টি ডগপিন ও নাট-বল্টু খোলা অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা।

জারিয়া রেলস্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে টহলরত আনসার সদস্যরা রেললাইনের নাট-বল্টু খোলা দেখতে পেয়ে তাৎক্ষণিক পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান ও জারিয়া স্টেশনের মাস্টার মনির হোসেনকে জানায়। ওই সময় ময়মনসিংহ থেকে ২৭২ নম্বর ডাউন ট্রেনটি জারিয়ার দিকে আসছিল। ট্রেনে অন্তত ৩০০ যাত্রী ছিল। এ অবস্থায় ইউএনওর নির্দেশে স্টেশনমাস্টার মনির হোসেন ট্রেনের চালককে বিষয়টি জানালে ট্রেনের চালক বালুঘাটায় পৌঁছনোর আগেই ট্রেনটি থামিয়ে দেন। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনের যাত্রীরা রক্ষা পায়। 

পরে রেললাইনের মেরামত কাজ শেষে ট্রেনটি স্বাভাবিক গতিতে জারিয়ায় পৌঁছে বলে জানান আব্দুল মোমেন।

ইউএনও মো. খবিরুল আহসান বলেন, ‘রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় থাকেন। খবর পাওয়ার পরপরই বিষয়টি স্টেশনমাস্টারকে অবহিত করে ট্রেনটি থামানোর ব্যবস্থা করি। পরে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে কর্তৃপক্ষকে দ্রুত মেরামত করার অনুরোধ জানাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ বিষয়ে নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি কোনো নাশকতা না। নাট-বল্টু খোলার ধরন দেখে মনে হচ্ছে, বেশ কয়েক দিন আগেই এসব নাট-বল্টু খোলা হয়েছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা