× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারক-বিভ্রান্তকারীদের নৌকায় ঠাঁই হবে না : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২৩:৩২ পিএম

টাঙ্গাইল সদর উপজেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রবা ফটো

টাঙ্গাইল সদর উপজেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রবা ফটো

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, শেখ হাসিনা শিক্ষিত ও যোগ্য মানুষকে নৌকা দিয়েছেন। এই নৌকা হক ভাসানীর নৌকা। এই নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা। এই নৌকা শেখ হাসিনার নৌকা। এই নৌকা নিয়ে যারা প্রতারণা করে, মিথ্যাচার করে ও জনগনকে বিভ্রান্ত করে নৌকায় আর তাদের ঠাঁই হবে না। কিছু কিছু নেতাকর্মী এদিক সেদিক করছেন, তাদের নৌকার পক্ষে কাজ করার জন্য বিনীত অনুরোধ জানাই। 

সোমবার (১ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আজকের এই নির্বাচনী জনসভার ঢেউ টাঙ্গাইল সদরের প্রতিটি এলাকায় লাগবে। নৌকার বিজয় অবশ্যই হবে। এবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বেকারত্ব দূরীকরণ, উন্নয়ন ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার উন্নয়ন এখন দৃশ্যমান। তাই জণগন আওয়ামী লীগের উন্নয়ন দেখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও স্বাধীনতার পক্ষের দলকে ক্ষমতায় আনবে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনে আঘাত করতে পারবে না। সব ষড়যন্ত্র জনগণই মোকাবিলা করবে এবং জনগণই প্রতিরোধ করবে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ ভুলে গেছে। ২০১৪ ও ২০২৩ সালের মধ্যে অনেক পার্থক্য আছে। এবার তারা নির্বাচনের দিন কোনো সন্ত্রাস করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের অনেক নির্দেশনা রয়েছে। সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে। টাঙ্গাইলের ৮টি আসনেই নৌকা জয়যুক্ত হবে। টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী গড়ে তোলা হবে।’

সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মামুন-অর-রশিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, চিত্রনায়িকা মুনমুন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা