× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী

সারা দেশে মিছিল, কয়েক স্থানে ছাত্রদল নেতা আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২৩:০৬ পিএম

পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ পাওয়া গেছে। প্রবা ফটো

পাবনায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ পাওয়া গেছে। প্রবা ফটো

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। বিকালে ভার্চুয়াল আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল বের করা হয়। এসব মিছিল থেকে কয়েকজন ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। এ ছাড়া একাধিক মিছিলে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে।

নতুন বছরে গণতন্ত্র ফিরবে : আবদুল মঈন খান

শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ২০২৪ সালেই গণতন্ত্র ফিরবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। মঈন খান বলেন, ‘এই ভুয়া নির্বাচনের জন্য যে নাটকীয় প্রহসন হচ্ছে, সেই প্রহসনকে আমরা বর্জন করেছি এবং দেশের মানুষকে সম্পৃক্ত করে এই একদলীয় সরকারকে বর্জন করেছি। বুলেটের শক্তিতে নয়, পুলিশের ব্যাটনের শক্তিতে নয়, কোনো টিয়ার গ্যাসের শক্তিতে নয়, কোনো সাউন্ড গ্রেনেডের শক্তিতে শক্তিশালী হয়ে নয়; আমরা জনগণের শক্তিতে শক্তিশালী হয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ। নতুন বছরে এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন করে আপনাদের জানিয়ে দিতে চাই, ছাত্রদলকে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব; জনগণকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।’

এ সময় ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান, শেখ আল ফয়সাল, সাইফুজ্জামান, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, এবিএম মাহমুদ সরদার, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ তার সঙ্গে ছিলেন। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের কারণে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সিনিয়র নেতারা আসতে পারেননি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

বিভিন্ন জায়গায় ছাত্রদল নেতা আটক, মিছিলে লাঠিচার্জ

পাবনা শহরে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সিলেটে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেনসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রপ্তারে অভিযান চালাচ্ছে। 

তথ্য দিয়ে সহায়তা করেছেন সিলেট অফিস, হবিগঞ্জ ও পাবনা প্রতিবেদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা