শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২২:২৬ পিএম
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। ফাইল ফটো
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। সারা পৃথিবী এখন তাকে এক নামে চেনে। তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রথম সারিতে পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা।
সোমবার (১ জানুয়ারি) বিকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের নলজোড়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আমাদের কাজ হলো মানুষের সেবা করা, শিক্ষার মানোন্নয়ন করা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও নারী শিক্ষার প্রতি জোর দেওয়া। নারী শিক্ষায় এই এলাকার মানুষ উন্নত জীবন লাভ করতে চলেছে। শুধু শিক্ষা নয়, কৃষি ও স্বাস্থ্যখাত আছে। এসব ক্ষেত্রে রাজনগরসহ সারা এলাকার মানুষ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এগুলো অনেক সময় দুই নম্বরী হয়ে যায়।
পথসভায় আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, অর্থবিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম এবং পৌরসভার মেয়র আবুবকর সিদ্দিক প্রমুখ।