× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায়-বরণে পর্যটকের আকাল কাপ্তাইয়ে

অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি)

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২১:৫২ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২১:৫৩ পিএম

কাপ্তাইয়ের পর্যটনকেন্দ্র থেকে সোমবার তোলা। প্রবা ফটো

কাপ্তাইয়ের পর্যটনকেন্দ্র থেকে সোমবার তোলা। প্রবা ফটো

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রতি বছর ইংরেজি বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে স্বাগত জানাতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। তবে এই বছর আশানুরূপ পর্যটকের আগমন না হওয়ায় বিভিন্ন পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেলে ভিন্ন চিত্র দেখা গেছে। নির্বাচনী রাজনৈতিক অস্থিরতায় পর্যটকের উপস্থিতি কমেছে বলে ধারণা করছেন কাপ্তাইয়ের পর্যটন খাত-সংশ্লিষ্টরা। নির্বাচন শেষে পর্যটকের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন তারা। 

সোমবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছরের প্রথম দিন কাপ্তাইয়ের অন্যতম জনপ্রিয় প্রশান্তি পার্ক, রিভার ভিউ পার্ক, লেকশোর পার্ক, হোটেল হ্যাপিনেস, গ্রিনভ্যালি কাপ্তাই গেস্ট হাউসসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বছরের প্রথম দিনেও পর্যটকদের বাড়তি কোনো ভিড় নেই। এ ছাড়া যারা ঘুরতে এসেছে তারা অধিকাংশ স্থানীয় বাসিন্দা। অনান্য বছর ইংরেজি বছরের বিদায় ও নতুন বছরের বরণে পর্যটকদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। অপরদিকে অনান্য বছর কাপ্তাইয়ের জনপ্রিয় হোটেল-মোটেল এবং কটেজগুলোতে পর্যটকদের অগ্রিম ফুল বুকিং থাকলেও এবার অধিকাংশই ফাঁকা। এতে অনেকটা অলস সময় কাটাতে দেখা গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের।

ঢাকা থেকে কাপ্তাই প্রশান্তি পার্কে ভ্রমণে এসেছেন আহাদ-রুমি দম্পতি। তারা বলেন, ‘কাপ্তাই বরাবরের মতো আমাদের প্রিয় জায়গা। আগেও কাপ্তাই এসেছি। খুব ভালো লাগছে, তবে আগের মতো আমেজ পাচ্ছি না। বিশেষ করে, নতুন বছর ঘিরে এখানে কোনো আয়োজন দেখা যায়নি। সেই সঙ্গে পর্যটকদের উপস্থিতিও কম।’

ভ্রমণে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আহামেদ কাইসারসহ তার সহপাঠীরা জানান, প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট এবং হ্যাপি নিউ ইয়ারকে ঘিরে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়তি আয়োজন থাকত। বিনোদনে বাড়তি মাত্রা জোগাতে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হতো। তবে এবার তারা হতাশ হয়েছেন। এ ধরনের কোনো আয়োজন তাদের চোখে পড়েনি।

জানতে চাইলে কাপ্তাই হোটেল হ্যাপিনেসের ম্যানেজার মিঠুন দে বলেন, ‘আমরা থার্টি ফার্স্ট নাইট ঘিরে বেশ সুন্দর করে কটেজগুলো সাজিয়ে রেখেছিলাম। তবে পর্যটকদের আগমন আশানুরূপ না হওয়ায় অনেকটা হতাশ হয়েছি। আশা করছি, সামনের মৌসুমে পর্যটকদের আগমন বাড়বে।’

গ্রিনভ্যালি কাপ্তাই গেস্ট হাউসের ম্যানেজার ইসমাইল হোসেন বলেন, ‘অনান্য বছর এই সময়ে আমাদের সবকটি রুম বুকিং থাকলেও এ বছর অধিকাংশ রুম, কটেজ খালি পড়ে আছে। এতে লোকসান গুনতে হচ্ছে। বিশেষ করে, নির্বাচন ঘিরে কাপ্তাইয়ে পর্যটকের সংখ্যা কমেছে।’

কাপ্তাই জেটিঘাট বোট মালিক সমিতির ম্যানেজার শীতল সরকার বলেন, ‘পর্যটকের আগমন কমে যাওয়াতে একদিকে যেমন হোটেল, পর্যটনকেন্দ্রের ক্ষতি হচ্ছে, তেমনি আমাদের বোট ব্যবসায় মন্দা সময় যাচ্ছে। ভাড়া কমে গেছে, এই পেশায় জড়িত মানুষের আয় কমে দুর্ভোগ দেখা দিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা