নির্বাচনী সভায় সাকিব
মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২১:৩৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২২:১০ পিএম
মাগুরা শহরের কলেজপাড়ায় জেলা জাসদের কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। প্রবা ফটো
মাগুরা-১ আসনে (সদর-শ্রীপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সমর্থনে নির্বাচনী সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের (ইনু) নেতাকর্মীরা।
সোমবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে মাগুরা শহরের কলেজপাড়ায় জেলা জাসদের কার্যালয়ে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে দলটির নেতাকর্মীদের উদ্দেশে সাকিব বলেন, ‘জাসদ যেহেতু আওয়ামী লীগের ১৪ দলের শরিক, তাই আলাদা করে ভোট চাওয়ার কিছু নেই। আমি শুধু একটা জিনিস চাই, ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে অধিকসংখ্যক ভোটার উপস্থিতি। আশা করি, আপনারা স্ব-স্ব জায়গা থেকে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করবেন। ’
সাকিব এ আয়োজনে অংশ নিতে উপস্থিত হওয়ার পর জাসদের নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। পরে নেতাকর্মীদের এগিয়ে দেওয়া ব্যাটে অটোগ্রাফ দেন সাকিব আল হাসান।
জেলা জাসদের সভাপতি অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। এর আগে রবিবার সকাল ৭টার দিকে পৌর এলাকার লক্ষ্মীকান্দর স্কুলমাঠে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন সাকিব। পরে দুপুরে জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন।