রূপগঞ্জে পথসভায় রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২১:১০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২১:২৪ পিএম
রূপগঞ্জে নির্বাচনী পথসভায় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো
প্রলোভন থেকে বিরত থেকে শান্তি ও উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, উন্নয়নকে ব্যাহত করতে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি। দেশে একটি চক্র রয়েছে, যারা উঠেপড়ে লেগেছে নির্বাচনকে বানচাল করার জন্য। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ জনগণ যাতে ভোটকেন্দ্রে না যায় সেজন্য তারা ভয়ভীতি প্রদর্শন করছে। আপনারা ৭ তারিখের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করবেন।
সোমবার (১ জানুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের সুলতানবাগ মধ্যপাড়া এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকার সারা দেশে উন্নয়ন করেছে। তারই ধারাবাহিকতায় রূপগঞ্জে উন্নয়ন হয়েছে। এটা গাজী সাহেবের উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন। এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা লক্ষ করে দেখুন, আগে নৌকায় করে আসা-যাওয়া করেছে আমাদের এলাকার মানুষ। এখন আর নৌকা দিয়ে আসা-যাওয়া করতে হয় না। নদীর ওপর ব্রিজ করে দেওয়া হয়েছে। যেখানে আসতে-যেতে সময় লাগত ২০ থেকে ২৫ মিনিট, সেখানে মিনিটেই পারাপার হয়ে যাচ্ছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের উন্নয়নের কারণে।’
সত্যের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমি ভয় করি না। সত্যের সঙ্গে রয়েছি। আর সত্যের সঙ্গে থেকেই কাজ করব।’
যারা রূপগঞ্জকে লুটেপুটে খাওয়ার ষড়যন্ত্র করছে, তাদের সতর্ক করে রফিকুল ইসলাম বলেন, ‘আজকে কিছু ভূমিদস্যু রূপগঞ্জকে লুটেপুটে খাওয়ার জন্য নৌকা প্রতীকের বিরোধিতা করছে। আপনারা সাবধান হয়ে যান, এ স্বপ্ন পূরণ হবে না। জনগণ উন্নয়ন ও শান্তিতে বিশ্বাস করে। আর সেই শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে সব ষড়যন্ত্র ও অপশক্তির মোকাবিলা করে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব, ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে সাধারণ মানুষের পাশে থেকে যেভাবে গোলাম দস্তগীর গাজী কাজ করেছেন, ভবিষ্যতে এরচেয়ে দ্বিগুণ কাজ করবেন। তার নেতৃত্বে আগামী দিনে রূপগঞ্জকে একটি মডেল রূপগঞ্জ হিসেবে আমরা উপহার দেব, ইনশাল্লাহ। তাই ৭ জানুয়ারি সকালেই আপনারা ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেবেন। আমরা রূপগঞ্জ থেকে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করব।’
আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রফিকুল ইসলাম বলেন, ‘আজকে আপনারা উপস্থিত হয়েছেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে বিজয়ী করার জন্য। আপনারা যে যার দায়িত্বে থেকে তারাবোসহ আশপাশের এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন।’
শেখ সাইদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন—রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, আলহাজ শফিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা করিম পাঠান, আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ইউপি সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য ওমর ফারুক, মানিক মিয়া, আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আক্তার, শ্রমিক লীগ নেতা মো. ওয়াসিম, সোলেমান মিয়া, যুব মহিলা লীগ আমেনা বেগমসহ অনেকে।
পরে নৌকা মার্কায় ভোট চেয়ে তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ স্থানীয় নেতারা।