পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২১:০৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২১:০৭ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মির্জাপুর পাবলিক স্কুলের জমি দখলের প্রতিবাদ ও জমি রক্ষায় মানববন্ধন করেছেন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অভিভাবকসহ শিক্ষকরা।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়টির সামনে আটোয়ারী পঞ্চগড় মহাসড়কের একপাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা উম্মে সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক শাহিনুর রহমান শাহীন, অভিভাবক শাপলা আক্তার, শিক্ষার্থী ওয়াসিফ প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৯ সালে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করতে মির্জাপুর পাবলিক স্কুল প্রতিষ্ঠা করা হয়। বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালী মির্জা মোশারফ হোসেন, আলিমা বেগম দম্পতি বিদ্যালয়ের জমির ১২ শতক নিজেদের দাবি করেন। পরে গত বছরের ১৭ নভেম্বর ছুটির দিনে বেড়া দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে তারা দখলকৃত জমিতে ইট-বালি মজুদ করেন। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মৌখিকভাবে বললেও উল্টো তাদের হত্যার হুমকি দেওয়া হয়। বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার করে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, যতটুকু শুনেছি বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ রয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।