ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৭:৫০ পিএম
প্রতীকী ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (১ জানুয়ারি) সকালে গুড়দাহ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন।
আহতরা হলেন-পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন ও একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন।
খালিদ বিন আসাদ হৃদয় নামের স্থানীয় এক তরুণ জানান, মোটরসাইকেলে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল একটি প্রাইভেটকারকে অভারটেক করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত ২ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশিষ দাস বলেন, মরদেহ পুলিশ হেফাজতে আছে। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে মামলা হবে।