× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে আইজিপি

কোনো শঙ্কা নেই, ভোট দিয়ে স্বস্তিতে বাড়িতে ফিরতে পারবেন

রংপুর অফিস

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৭:৩০ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম

রংপুর পুলিশ অফিসার্স মেসে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রবা ফটো

রংপুর পুলিশ অফিসার্স মেসে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেছেন, নির্বাচনী পরিবেশ স্বস্তিদায়ক রয়েছে। সব কিছু বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন।

সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুর পুলিশ অফিসার্স মেসে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পর দেশে নাশকতা কমে এসেছে। নাশকতার প্রতিটি ঘটনা উৎঘাটিত হয়েছে। দুস্কৃতিকারী নাশকতা করে পার পাবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা কোনো শঙ্কা অনুভব করছি না। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার নির্বাচনের দায়িত্বে থাকবে। বিজিবি টহল দিবে এবং ম্যাজিস্ট্রেটরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। অন্যান্য স্টেকহোল্ডাররাও একযোগে কাজ করছে। নির্বাচনের স্বস্তিদায়ক পরিবেশ রয়েছে।

তিনি আরও বলেন, ‘দেশের সব জায়গায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মানুষ নির্বাচনমুখী হয়ে কাজ করছে। কেউ সভা-সমাবেশ করতে পারছে না– এমন অভিযোগ আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনে সব মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসবেন।

আইজিপি বলেন, ‘এদেশের মানুষ শান্তিপ্রিয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিগত দিনে জনসাধারণ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। এতে শের আইনশৃঙ্খলা দিন দিন উন্নতি লাভ করছে। আগামী দিনেও এ সহযোগিতা পাব বলে বছরের প্রথম দিনে আমি মনে করছি।’ 

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, র‌্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এবিএম জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা