× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার-১

চকরিয়ায় হাতঘড়ি প্রতীকের ‍নির্বাচনী কার্যালয়ে আগুন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৪:৫৪ পিএম

কক্সবাজার-১ আসনে নির্বাচনী প্রচারণার অফিস ও পাশের একটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

কক্সবাজার-১ আসনে নির্বাচনী প্রচারণার অফিস ও পাশের একটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে হাতঘড়ি প্রতীকের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাতে পাশের একটি দোকানও পুড়ে গেছে। রবিবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানান চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম।

কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম অভিযোগ করে বলেন, ‘রবিবার গভীর রাতে আমার নির্বাচনী প্রচারণার অফিসে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। প্রায় আধাঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই আগুনে ১টি সার ও কীটনাশকের দোকান এবং নির্বাচনী অফিস সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের মালামাল ছাড়াও নির্বাচনী অফিসের পোস্টার লিফলেটসহ প্রচুর নির্বাচনী সরঞ্জাম পুড়ে গেছে।’

কক্সবাজার-১ আসনে নির্বাচনী প্রচারণার অফিস ও পাশের একটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

তবে গত কয়েকদিন ধরে ট্রাক প্রতীকের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কতিপয় সন্ত্রাসীদের হুমকি-ধমকী দেওয়ায় প্রাথমিকভাবে তারাই আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করেন এই প্রার্থী।

ইউএনও ফখরুলের বরাতে জানা যায়, সকালে খবর পেয়ে ইউএনওসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিস ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলেও জানান তিনি। তবে কে বা কারা আগুন লাগিয়ে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার ব্যাপারে নির্বাচনী দায়িত্বে থাকা বিচারিক হাকিমকে অবহিত এবং জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা