× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১২

নৌকার ভরসা নেতাকর্মী, ঈগলের হাতিয়ার উন্নয়ন

হুমায়ুন মাসুদ ও শফিউল আজম, চট্টগ্রাম

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৬:৩৫ পিএম

 সামশুল হক চৌধুরী (বাঁয়ে) ও মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রবা ফটো

সামশুল হক চৌধুরী (বাঁয়ে) ও মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রবা ফটো

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা। পটিয়ার গৈরলা স্কুলসংলগ্ন সর্দ্দারপাড়ার সামনে যেতেই দেখা যায়, সেখানে জড়ো হয়েছেন বেশ কয়েকজন নারী-পুরুষ। তারা অপেক্ষা করছেন ঈগলের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীকে অভ্যর্থনা জানানোর জন্য। 

সেখানে কথা হয় ওই পাড়ার বাসিন্দা সজল সর্দ্দারের সঙ্গে। কোন প্রার্থীর জনপ্রিয়তা বেশি জানতে চাইলে তিনি জানান, নৌকা ও ঈগল এই দুই প্রতীকের প্রার্থীই এলাকায় জনপ্রিয়। ঈগল প্রতীকের প্রার্থী সামশুল হক গত ১৫ বছর এলাকার সংসদ সদস্য। এই ১৫ বছরে এলাকায় অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। 

অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রবীণ মানুষ, এবার দলের টিকিট পেয়েছেন। নৌকার প্রতি দলীয় নেতাকর্মীদের অন্য রকম একটা আবেগ কাজ করে। তাই এই দুইজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সজল সর্দ্দারের মতো একই বিশ্লেষণ পাওয়া যায় পটিয়ার বিভিন্ন এলাকায় সরেজমিন ভোটারদের সঙ্গে কথা বলে। 

মোতাহেরুল ইসলাম চৌধুরী গত বৃহস্পতিবার পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গা পাড়া, খান মোহনা, শেখ রাসেল স্মৃতি পাঠাগার, নয়াবাড়ি, দাশপাড়া কেচিয়া পাড়া, নারায়ণবাড়ি, শীতলাবাড়ি ও কেলিশহর ইউনিয়নের দারোগাহাট, ভট্টচার্য হাট, রতনপুর মুইতলা, খিললাপাড়া, মৌলবিহাট এলাকায় গণসংযোগ করেন। বেলা সাড়ে ৩টায় খানমোহনার ডেঙ্গাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, তিনি গণসংযোগকালে নৌকা প্রতীকে ভোট চাইছেন। এ সময় ভোটারদের বলছেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবা ও এলাকার উন্নয়ন করার জন্য মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মান রাখার দায়িত্ব আপনাদের।’ 

দলীয় প্রতীক পাওয়ার দলীয় নেতাকর্মীরাও সবাই মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে কাজ করছেন। ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী সবাই তার প্রচারণায় অংশ নিয়েছেন। রয়েছেন দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের লোকজনও।

একই দিন পটিয়ার ঈগল প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী পটিয়ার ধালঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। দুপুর ২টার দিকে গৈরলা স্কুলসংলগ্ন সর্দ্দারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, তিনি প্রচারণায় তার সময়কালের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে ভোট চাইছেন। ভোটারদের বলেন, ‘আমি গত ১৫ বছর এলাকার সংসদ সদস্য ছিলাম। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম। আপনারা আমাকে দেখবনে।’

চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-১২ আসন গঠিত। এই আসনে নৌকা প্রতীকের মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সামশুল হক চৌধুরী। 

পটিয়ার নলান্ধা মাজার গেট এলাকায় কথা হয় ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটার এজহার মিয়ার সঙ্গে। পঞ্চাশোর্ধ্ব এই ভোটার বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। উনি প্রবীণ মানুষ অনেক দিন ধরে এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করছেন। সবাই তাকে সম্মান করে।’ 

অন্যদিকে ধলঘাট ইউনিয়নের ভোটার দীপ্তি মিত্র প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত ১৫ বছর এমপি থাকায় সামশুল হক চৌধুরী এলাকায় অনেক উন্নয়ন কর্মকান্ড করেছেন। সুখে-দুঃখে আমরাও (সনাতন ধর্মাবলম্বী) সব সময় তাকে কাছে পেয়েছি।’ 

ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও জয় নিয়ে শতভাগ আশাবাদী দুই প্রার্থী। জানতে চাইলে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম বলেন, ‘মানুষ মুক্তি চায়। গত ১৫ বছরের যেসব কর্মকাণ্ড মানুষকে ব্যথিত করেছে। অনেক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মী অনেক সময় পুলিশের মাধ্যমে নির্যাতিত হয়েছে। মানুষ এসব থেকে পরিত্রাণ চায়। সবাই একসঙ্গে হয়ে আমার জন্য কাজ করছেন। তাই আমি আশাবাদী এবার পটিয়ায় নৌকার বিজয় হবে।’

ঈগল প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, ‘আমিও আওয়ামী লীগের প্রার্থী। গত ১৫ বছর এলাকায় অলিগলির রাস্তাঘাট পাকা করে দিয়েছি। স্কুল, কলেজ ভবন করে দিয়েছি। এসব উন্নয়নকাজই আমার শক্তি। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এলাকার ভোটাররা আবারও আমাকে চায়। আমিও আওয়ামী লীগের লোক। আমার বিজয় মানে আওয়ামী লীগের বিজয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা