× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবরাহিমের পথসভায় হাতঘড়িতে ভোট চাইলেন আ.লীগ নেতারা

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:৫৫ পিএম

ইবরাহিমের পথসভায় হাতঘড়িতে ভোট চাইলেন আ.লীগ নেতারা

কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পক্ষে পথসভায় অংশ নিয়ে হাতঘড়ি প্রতীকে ভোট চেয়েছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে চকরিয়া পৌর শহরের শহীদ আবদুল হামিদ টার্মিনালে অনুষ্ঠিত পথসভায় তারা বলেন, সন্ত্রাসী, দখলবাজি, গরুচুরি ও মানুষ খুন থেকে চকরিয়া-পেকুয়াবাসীকে মুক্ত রাখতে আগামী ৭ জানুয়ারী সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে হাতঘড়ি প্রতীকে ভোট দিতে হবে। নইলে চকরিয়া-পেকুয়া আরও অশান্ত হয়ে  উঠবে। অরাজকতা ও অশান্তি ছড়িয়ে পড়বে।

পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবকে সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ইবরাহিম। 

এবার নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন সালাহউদ্দিন। কিন্তু ঋণখেলাপির কারণে তার মনোনয়ন বাতিল হয়। এ আসনের বর্তমান এমপি জাফর আলম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে তার পাশে নেই স্থানীয় আওয়ামী লীগের নেতারা। দলের হাইকমাণ্ডের নির্দেশে তারা সমর্থন দিয়েছেন সৈয়দ ইবরাহিমকে। শুরুতে বিএনপির নেতৃত্বে নির্বাচনবিরোধী আন্দোলনে সক্রিয় থাকলেও পরবর্তীতে ইবরাহিম আলাদা জোট গঠন করে নির্বাচনে অংশ নেন। 

ইবরাহিমের পথসভায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও দায়িত্বশীল অধিকাংশ নেতাই অংশ নিয়েছেন। বিষয়টি স্থানীয় ভোটারদের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে। এ নিয়ে চলছে সরগরম আলোচনা। 

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন, চকরিয়া চেয়ারম্যান এসোসিয়শনের সভাপতি আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট, বিএমচর ইউপি চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, লক্ষ্যারচর ইউপি আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা