× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ-১

ঈগল-ফিগল চলবে না, শুধু নৌকাই চলবে : চিত্রনায়ক সাইমন

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪:২১ পিএম

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন চিত্রনায়ক সাইমন সাদিক। প্রবা ফটো

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন চিত্রনায়ক সাইমন সাদিক। প্রবা ফটো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক সাইমন সাদিক বলেছেন, ‘প্রধানমন্ত্রী কৌশলের কারণে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা দেননি। কিন্তু তারা (স্বতন্ত্র প্রার্থী) নৌকাকে ব্যবহার করছে। অতীতে নৌকাকে ব্যবহার করে তারা যে দিনের পর দিন অর্থ ইনকাম করেছে এখন সেগুলো দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যতোই বিভ্রান্তি ছড়ানো হোক ঈগল-ফিগল চলবে না, শুধু নৌকাই চলবে। আমরা শুধু সুন্দর ভাবে নৌকাডা বায়াদে চইলা যাইতে চাই।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির নির্বাচনী পথসভায় এসব কথা বলেন চিত্রনায়ক সাইমন সাদিক। কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন জাকিয়া নূর। 

এ সময় বক্তব্যে নায়ক সাইমন সাদিক আরও বলেন, ‘বাংলাদেশে আজ যে উন্নয়ন হয়েছে তা নৌকার হাত ধরে হয়েছে। উন্নয়নের সে ধারাবাহিকতা ধরে রাখার জন্য এবং কিশোরগঞ্জ-হোসেনপুর উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নৌকা ও লিপি আন্টির কোনো বিকল্প নাই।’

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে সাইমন বলেন, আমরা কী চাই? আমরা কী ভাত চাই? কাপড় চাই? না, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই? সুশৃঙ্খল নেতৃত্ব চাই? আমরা এমন নেতৃত্ব চাই না যে উড়ে আসলাম আর জুড়ে বসলাম। কিশোরগঞ্জ-হোসেনপুরে বিভিন্ন স্থানে দেখা যায় আমি আমার পছন্দের লোককে পদ পদবি দিয়ে দিলাম। সারাবছর খবর নাই, মোটরসাইকেল নিয়ে ঘুরেছি, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছি, এখন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বিভিন্ন মতবাদ দিচ্ছি। নৌকা মনোনীত প্রার্থীর উপর আস্থা রেখে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। আমরা তার সঙ্গে থাকতে চাই। বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনা যার উপর আস্থা রেখেছেন বাংলাদেশ তার দিকে তাকিয়ে থাকবে। আমরা কোনো দলীয়করণ চাই না।’

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্র প্রার্থী (ঈগল মার্কা) হিসেবে তার বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম অংশগ্রহণ করেছেন। এছাড়াও জাতীয় পার্টি (লাঙল) মার্কায় ডা. আব্দুল হাই, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল আউয়াল, ইসলামি ঐক্যজোটের প্রার্থী মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোবারক হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আনোয়ারুল কিবরিয়া রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা