× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলেই আইনগত ব্যবস্থা : ইসি রাশেদা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৪ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৪ পিএম

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। প্রবা ফটো

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। প্রবা ফটো

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, কোনো স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট প্রার্থী বুঝি না। আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে বুঝি। সকল প্রার্থী আমাদের কাছে সমান, সেভাবে নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বেগম রাশেদা সুলতানা বলেন, ‘আচরণবিধি যাতে ঠিক থাকে সেজন্য ভোটের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন। তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ৩০০ আসনে ৩০০ জন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রয়েছেন, তারাও অভিযোগ পেলে তদন্ত ও খতিয়ে দেখছেন। তারা কমিশনে কোনো কিছু পাঠালে কমিশন ব্যবস্থাও নিচ্ছে। যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে সে বিবেচনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ যেমন ব্যবস্থাও তেমন গ্রহণ করা হচ্ছে।’

একটি ভালো ভোটের জন্য সকলের সমন্বয় দরকার বলে মনে করে তিনি বলেন, ‘আমরা সকলের সঙ্গে সমন্বয়ের সম্পর্ক উন্নত করেছি। সেটি যাতে আরও দৃঢ়, মজবুত হয়, সে ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর। প্রতিটি স্তরে স্তরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। কোথাও কোনো রকম অস্থিতিশীল অবস্থা, ভোটের পরিবেশ নষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা সচেষ্ট আছি, আরও সচেষ্ট থাকবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরিতে আমরা ব্যস্ত আছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, উপমহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যা, লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

পরে ইসি বেগম রাশেদা সুলতানা লালমনিরহাট জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা