× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রচারে ‘বাধা-হয়রানি’

সিলেট বিভাগে নির্বাচন বর্জনের হুমকি ইসলামী ঐক্যজোটের

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৭ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৩১ পিএম

ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। ফাইল ফটো

ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। ফাইল ফটো

আসন্ন সংসদ নির্বাচনে মিনার প্রতীকের প্রচার-প্রচারণায় নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়া, হয়রানি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট বিভাগের ৯টি সংসদীয় আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থীরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে আগামী তিন দিনের মধ্যে এ পরিস্থিতির উন্নয়ন না ঘটলে দলের এই সংসদীয় আসনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করবেন বলে হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেওয়া না হলে এবং পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আনুষ্ঠানিকভাবে আমরা পুরো বিভাগে নির্বাচন বর্জনের ঘোষণা দেব।’

আছলাম হোছাইন রহমানী অভিযোগ করেন, ‘আমরা যখন মিনার প্রতীকের মিছিল বের করি, তখন বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা মিছিলের মধ্যে প্রবেশ করে নৌকা-নৌকা বলে স্লোগান দেয়। আমাদের উঠান বৈঠক বা পথসভা চলাকালেও নৌকার প্রচারের গাড়ি আমাদের সভার সমানে দাঁড়িয়ে তাদের প্রচারণা চালায়। আমরা বাধা দিলেও তারা শোনে না।’

ফলে ভোটের দিন দলের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা শঙ্কিত ও হতাশাগ্রস্ত। যেভাবে আমাদের নির্বাচনী প্রচারকাজে বাধা দেওয়া হচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি নির্বাচনের দিন আমাদের কর্মী-সমর্থক, ভক্ত ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হতে পারে।’

‘আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সহযোগিতা চাই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আগামী তিন দিনের মধ্যে আমাদের নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেওয়া না হলে এবং পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেব,’ বলেন ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী।

মৌলভীবাজার-৪ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা এবার সমস্যা সংকুল অবস্থায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে তাতে আমরা শঙ্কিত। বিভাগীয় সমন্বয়কারী যে সিদ্ধান্ত নেবেন আমরা তার সঙ্গে একমত।’

এদিকে ইসলামী ঐক্যজোটের নেতা ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানীর অভিযোগের বিষয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী যে অভিযোগ উত্থাপন করেছেন, তা সত্য নয়। জেলার কোথাও কোনো প্রার্থীর প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার প্রশ্নই আসে না। পরাজয় নিশ্চিত জেনে তারা এ ধরনের অভিযোগ উত্থাপন করছেন।’

এ ব্যাপারে মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি গতকালও ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ জানাননি। যদি কোনো প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে, তবে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে দেখব। সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা