× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় বাস-ট্রাকে সংঘর্ষ, আহত ১০

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাতক্ষীরায় বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে দুই ভারতীয় নাগরিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর ছবুর প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার সরস্বতী হালদার। আহতদের মধ্যে সাতজন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা পাশের ক্লিনিকে ভর্তি বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসার সময় একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়েমুচড়ে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়। তবে আহতের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এসআই আব্দুর ছবুর বলেন, ‘আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা