× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের পার্সেন্টেজ কম হলে দেশের অবস্থা গাজার মতো হবে : শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:০৩ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:১৩ পিএম

ভোটের পার্সেন্টেজ কম হলে দেশের অবস্থা গাজার মতো হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য ও দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ফিলিস্তিনে আমাদের ভাইদের পোকামাকড়ের মতো মেরে ফেলছে। সেখানে মানবাধিকারের কথা মনে পড়ে না। বাংলাদেশে মানবাধিকারের সব কথা। একটা বড় শক্তি ঈগল পাখির মতো উড়ছে। ভোটের পার্সেন্টেজ কম হলে ছোবল মারবে। তখন বাংলাদেশের অবস্থা আফগানিস্তান, গাজার মতো খারাপ হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া স্কুলমাঠে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ইয়াং জেনারেশনকে দেশকে রক্ষা করতে হবে। কিছু ছোট ছোট কাজ বাকি, গ্যাসের একটু সমস্যা আছে। এগুলো সমাধান করব। তবে আপনাদের কাছে অনুরোধ, আমার জীবনের সবচেয়ে ভালো কাজ হলো দুইশ বছর ধরে টানবাজারে একটা পতিতা পল্লী ছিল। সেটা উচ্ছেদ করেছি।‘

শামীম ওসমান আরও বলেন, ‘আমরা কষ্ট করি যেন আমাদের বাচ্চারা ভালো থাকে। এ সমাজের সমস্যা একটাপুরুষ রাত ১০টার সময় বাইরে গেলে বাবা-মা কিছু বলে না, কিন্তু একটা মেয়ে বের হতে চাইলে বাবা-মা না করে। কেন, রাস্তায় কি নরপশু থাকে! আমরা তো ছোটবেলায় এটা দেখিনি। সে সময় কোনো সমস্যা ছিল না। এখন কেন এ সমস্যা। এর মূল কারণ মাদক, সন্ত্রাস। এবার আমি চিন্তা করেছি, মৃত্যুর আগে আল্লাহকে খুশি করে মরতে চাই। আমরা নির্বাচনের পরে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বন্ধ করতে জনগণকে সঙ্গে নিয়ে মানুষকে সচেতন করব। পাশাপাশি যে সকল ছেলেমেয়ের টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যায়, তাদের জন্য ব্যবস্থা নেব। পাশাপাশি মেডিকেল ক্যাম্প করব।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট আপনারা যাকে ইচ্ছা দেবেন। এবারের ভোট খুব গুরুত্বপূর্ণ। একটা পক্ষ চাইবে মানুষ যেন ভোট দিতে না আসে৷ ১৯৭০ সালের নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট এবারের। ৭ তারিখ সকালে আপনারা ভোট দিতে চলে আসবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা