× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবলার চরের ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৯:০০ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরছেন জেলেরা। ফাইল ছবি

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরছেন জেলেরা। ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের শুঁটকি পল্লীর ছয় জেলেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বনের মান্দারবাড়িয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারসহ ওই জেলেদের ধরে নিয়ে যায় তারা।

তারা হলেন- দুবলার চরের আলোরকোল শুঁটকি পল্লীর মহাজন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখের ট্রলারের মাঝি ইলিয়াস হোসেন, জেলে মো. ইছা, আবুল হোসেন, মানিক মিয়া, রাসেল মিয়া ও রাজু মিয়া।

কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক জেলেদের উদ্ধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। সাগরে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তায় কৈখালী কন্টিনজেন্টের কোস্টগার্ড সদস্যদের টহল জোরদার করতে বলা হয়েছে।

জেলেদের মহাজন আব্দুল হাই শেখ বলেন, বুধবার বেলা ৩টার দিকে আমার ছয় জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে মাছ ধরছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি দল (বিএসএফ) স্পিডবোটে এসে তাদের ট্রলারসহ ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে ওই জেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। বিষয়টি  কোস্টগার্ড ও বনবিভাগকে অবহিত করা হয়েছে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, আলোরকোলের জেলেরা বাংলাদেশ জলসীমায় শুঁটকি পল্লীর অনেক জেলে মাছ ধরছিলেন। এ সময় বিএসএফ এসে অন্যায়ভাবে ছয় জেলেকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় দুবলার চরের জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

দুবলার চরের টহল ফাঁড়ি ও শুঁটকি পল্লীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. খলিলুর রহমান জানান, বিএসএফের হাতে আলোরকোলের ছয় জেলে আটকের বিষয়টি জেলেরা জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা