× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন : ইসি রাশেদা সুলতানা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৬:০৮ পিএম

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রবা ফটো

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের জন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। 

তিনি বলেন, ‘ভোটারদের ভয়ের কোনো কারণ নেই। ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবেন। এর কোনো ব্যতিক্রম ঘটলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আইন করা।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কুড়িগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ে জেলার প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ঘটনা যা ঘটবে, তা–ই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।’

এসময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসের আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা