× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামির বদলে নিরীহ নারীর কারাভোগ

তালা (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ২০:১৩ পিএম

আসামির বদলে নিরীহ নারীর কারাভোগ

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলায় তিন দিনের কারাভোগ করলেন রুহী আকতার স্মৃতি নামে এক নারী। পুলিশ কর্মকর্তা মামুন তালা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। রুহী আকতার স্মৃতির মায়ের নাম সালমা বেগম। মামলার আসামি সুমি আক্তারের মায়ের নামও সালমা বেগম এবং ঠিকানা একই বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার বারুইহাটি গ্রামের শহর আলীর মেয়ে রুহী আকতার স্মৃতিকে একটি চেক প্রতারণার মামলায় ২৩ ডিসেম্বর বিকালে তার বাড়িতে গ্রেপ্তার করতে যান তালা থানার এসআই মামুন। এ সময় ভুক্তভোগী রুহী আকতার স্মৃতি এসআই মামুনের কাছে তাকে গ্রেপ্তারের ওয়ারেন্টের কাগজ দেখতে চাইলে এসআই মামুন সংশ্লিষ্ট কাগজ না দেখিয়ে বারুইহাটি গ্রামের পুলিশের কথিত সোর্স শামিম খানের সহযোগিতায় রুহী আকতার স্মৃতিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠান। পরে ২৬ ডিসেম্বর রুহী আকতার স্মৃতির স্বজনরা সাতক্ষীরা আদালত থেকে তাকে জামিন করার পর মামলার কাগজপত্রে দেখতে পান, যে মামলায় রুহী আকতার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়েছে আসলে ওই মামলার প্রকৃত আসামি আরিফুল ইসলামের স্ত্রী সুমি আক্তার স্মৃতি।

এ বিষয়ে মামলার বাদী জাগরণী চক্র ফাউন্ডেশন শাখার ম্যানেজার সৈয়দ ইমারন আলী বলেন, ‘আমি মাত্র এক মাস আগে এই শাখায় যোগদান করেছি। কাগজপত্র না দেখে বিস্তারিত কিছু বলতে পারব না।’

অভিযোগ অস্বীকার করে এসআই মামুন বলেন, ‘একই রকম নাম হওয়ায় ভুলক্রমে সুমি আক্তার স্মৃতির পরিবর্তে রুহী আকতার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা বিষয়টি আদালতকে জানালে কারাভোগ করতে হতো না বলে দুঃখ প্রকাশ করেন মামুন।’ তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম মোল্লা বলেন, এ ঘটনার বিষয়ে তার কিছুই জানা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা