× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল-৫

স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ২২:৩৩ পিএম

বুধবার বরিশাল প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের এই প্রার্থী। প্রবা ফটো

বুধবার বরিশাল প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের এই প্রার্থী। প্রবা ফটো

বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থীর কর্মী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়া ও কর্মীদের মারধর করার অভিযোগ তোলেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন।

বুধবার (২৭ ডিসেম্বর) বরিশাল প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ট্রাক প্রতীকের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার-প্রচারণা ও ত্রাণ উপ-কমিটির সদস্য রিপন বলেন, ‘বুধবার বিকালে বুখাই নগরে উঠান বৈঠকে আসতে থাকা কর্মীদের উপর বাধা দেয়া এবং হামলা চালানো হয়। ওই হামলা প্রতিহত করতে গেলে নৌকার কর্মীরা আমাকে হত্যার হুমকি দেয়। এসময় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টার আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।’

তিনি আরও অভিযোগ করেন, গত ২১ ডিসেম্বর থেকে নগরীর বিভিন্ন স্থানে নারী কর্মীদের শ্লীলতাহানি এবং পুরুষ কর্মীদের ওপর হামলা হচ্ছে। এমনকি তার নির্বাচনী অফিস তৈরি করতেও বাধা দেওয়ার অভিযোগ করেছেন।

রিপন বলেন, ‘প্রতিটি বিষয় লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’

সম্প্রতি চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠীতে সভা করতে নৌকার লোকজন বাধা দেয় অভিযোগ তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে জানালে তাৎক্ষণিক সহযোগিতাও পেয়েছেন এবং প্রশাসনের সহযোগিতায় কর্ণকাঠীর সভা সফল হয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত চরমোনাই ইউনিয়নের বুখাইনগর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মাস্টার প্রতিদিনের বাংলাদেশক বলেন, ‘ছোট ছোট ছেলেপেলেদের সঙ্গে বাকবিতন্ডা হয়েছে। আমি তা থামাতে গিয়েছিলাম। তার (স্বতন্ত্র প্রার্থী রিপন) সঙ্গে কোনো অসদাচরণ বা হত্যার হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। সে নিজেকে গুরুত্বপূর্ণ বানাতে এসব অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সংসদ সদস্য কর্নেল অব. জাহিদ ফারুক শামীম বলেন, ‘আপনি তাকে (রিপন) আগে কতটুকু চিনতেন? গত ৫ বছর ধরেতো আমাকে দেখছেন। আমি কি সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করেছি? প্রার্থী নিজেকে জাহির করার জন্য অপপ্রচার করছে।’

স্বতন্ত্র প্রার্থী আরও অভিযোগ করেছেন- ‘নৌকার প্রার্থী বস্তায় বস্তায় টাকা নিয়ে ঘুরছেন। যাকে যেভাবে পারছেন টাকা দিয়ে কিনে নিচ্ছেন।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌকার প্রার্থী বলেন, ‘সে নিজেকে রেল ব্যবসায়ী পরিচয় দিচ্ছে। রেল তো লোকসানে। সে এতো টাকা কোথায় পেল। সেই উৎসের সন্ধান করুন।’

তিনি আরও বলেন, ‘আসনের সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই জানে আমি সহিংসতা পছন্দ করি না। আমার প্রতিটি কর্মীকে এ নির্দেশনা দেওয়া হয়েছে যে, বিরোধী পক্ষের মিছিল বা প্রচারণা যেখানে থাকবে সেখানে প্রয়োজনে তাদের সহযোগিতা দেবেন। প্রয়োজন না হলে তাদের থেকে দূরে থাকবেন। আমি শান্তিপ্রিয় মানুষ, বরিশালের মানুষের জন্য কাজ করতে এসেছি, তাদের সেবা করতে এসেছি। আমি এবং খোকন সেরনিয়াবাত আমরা কেউই অরাজকতা, অশান্তি পছন্দ করি না। নির্বাচিত হলে আমরা দুজনে মিলে এই বরিশালকে সুন্দর ও শান্তিপূর্ণ শহরে পরিণত করব, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশক বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তবে তাতে হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন কিছু উল্লেখ নেই। তদন্ত করে অভিযোগ সত্য প্রমাণিত হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা