× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ দিন পর দেখা হলো সাকিব-শিখরের

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ২০:০৭ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ২১:৪৪ পিএম

মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের এক মঞ্চে সাকিব আল হাসান ও সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সোমবার দুপুরে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানি ময়দানে। প্রবা ফটো

মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের এক মঞ্চে সাকিব আল হাসান ও সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সোমবার দুপুরে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানি ময়দানে। প্রবা ফটো

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জোর গণসংযোগ-পথসভা করছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। নির্বাচনে জয়ের স্বাদ পেতে তারা ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। কোথাও কোথাও নৌকার প্রার্থীর প্রচার জোরদার হয়েছে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের সক্রিয় অংশগ্রহণে। তবে এমন ঐক্যের বিপরীত চিত্রও আছে নির্বাচনী এলাকায়। 

মাগুরা-১ আসনে এবার নৌকার টিকিট পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তবে রাজনীতির মাঠে তার আগমনে নির্বাচনের ক্রিজ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

সাকিব আল হাসান মনোনয়ন সংগ্রহ করেন গেল ৩০ নভেম্বর। ওই দিন তার সঙ্গে দেখা যায় শিখরকে। এরপর স্থানীয় আওয়ামী লীগের বর্ধিতসভাসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন সাকিব। তবে সেসব অনুষ্ঠানে বার তার প্রচারে আর দেখা যায়নি শিখরকে। বিরতির ২৫ দিনের মাথায় তাদের আবার দেখা হলো মাগুরাতেই, এক স্মরণসভায়। নৌকার প্রার্থীকে জয়ী করতে এসময় আগের মতোই ভোট চাইলেন শিখর।  

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ড প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘৩০ নভেম্বরের পর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শিখর মাগুরাতে ছিলেন না। এই সময়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে ব্যস্ততা কেটেছে তার। ফলে নৌকার প্রার্থীর প্রচারে দেখা যায়নি তাকে।’

সোমবার (২৫ ডিসেম্বর) ছিল শিখরের বাবা মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী। দুপুরে শহরের ঐতিহাসিক নোমানি ময়দানে তার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান।

মাগুরায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ দাবি করে সাকিব বলেন, ‘প্রায়ত আছাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকীতে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে স্মরণ করি, তার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ও ত্যাগের ফসল। আমাদের সবার দ্বায়িত্ব মাগুরাকে গড়তে এই সৎ ও ত্যাগী নেতার রেখে যাওয়া আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যাওয়া। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতার আত্মার মাগফিরাত কামনা করছি।’

অন্যদিকে সব ধরনের গ্রুপিং দূরে ঠেলে দলকে সুসংগঠিত করার ওপর জোর দেন শিখর। তিনি বলেন, এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্নেহের বাংলাদেশের গর্ব অলরাউন্ডার, আমাদের  প্রাধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিয়ে মাগুরা-১ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় পাঠিয়েছেন। আজ থেকে পাঁচ বছর আগে প্রাধানমন্ত্রী আমার হাতে আমানত হিসেবে নৌকা তুলে দিয়েছিলেন। সেই আমানতটি আমি সাকিবের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তুলে দিতে চাই। আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হতে পারেননি তাদের বলছি, আমি পাঁচ বছর চেষ্টা করেছি আপনাদের ভালো রাখার। চেষ্টা করেছি সব উন্নয়ন করতে। এখন দলকে সংগঠিত করতে সব ধরনের গ্রুপিং দূরে রাখতে হবে। 

মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।

প্রয়াত আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের ভায়না পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এ ছাড়া শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা