× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

গোলাম দস্তগীরকে হেয় করতে অপপ্রচারে লিপ্ত একটি মহল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ২০:২১ পিএম

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবে। প্রবা ফটো

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবে। প্রবা ফটো

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন, গোলাম দস্তগীরের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে তাকে হেয় করার জন্য অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি চিহ্নিত মহল। তারা মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে গোলাম দস্তগীরের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট কাহিনী সাজিয়ে তা নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, শাহজাহান খান, আব্দুল মতিন সাউদ, জিয়াউল হক, মমতাজ উদ্দিন, আলিম উদ্দিন প্রমুখ।

এর আগে নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার পক্ষ থেকে দাবি করা হয়, সোমবার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় তার নির্বাচনী প্রচারণায় কয়েকজন মুক্তিযোদ্ধাকে বাধা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে গোলাম দস্তগীরের লোকজন জড়িত।

এরপর রূপগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন এলাকার মুক্তিযোদ্ধারা। তারা বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন সত্যি, তবে তাদের সেখানে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের আসনে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী। আমরা দেখতে পাচ্ছি, তাকে হেয় করার জন্য একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর হয়ে যে কয়জন প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে তাদের একটি পক্ষ প্রভাবিত করেছে।

তারা আরও বলেন, মূলত জাতীয় নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে ওই পক্ষটি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া ও তার লোকজনকে মোটা অঙ্কের টাকা দিয়েছে। অর্থের বিনিময়ে শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন গোলাম দস্তগীর গাজী ও তার সমর্থকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা এলাকার সব মুক্তিযোদ্ধা এ ধরনের জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা