শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩২ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৬ পিএম
মতিয়া চৌধুরী। ফাইল ছবি
নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে চলমান রাখতে ভোটারদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ সংসদীয় আসনে নৌকার প্রার্থী মতিয়া চৌধুরী।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে নির্বাচনী এলাকা নালিতাবাড়ী শহরের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি শেরপুর জেলা শাখা আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি।
মতিয়া চৌধুরী বলেন, কোন ধরনের সুবিধা আনলে নালিতাবাড়ীর মানুষের অবস্থা ভালো হবে, কিভাবে দেশটা সুন্দরভাবে চলবে, এগুলো ভেবেই আমি কাজ করতে চেষ্টা করেছি। আগামীতে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা চলমান রাখবেন। কেন না উন্নয়ন একদিনের ব্যাপার না। পাঁচটি বছর ধরে একটি পার্টি কাজ করে একটি ভালো কাজ করতে পারে।
তিনি বলেন, আমরা গর্ব করি না, তবে নালিতাবাড়ীর নিবেদনে আমরা কিছু হলেও সেবা উপহার দিতে পেরেছি।
ওয়ার্কাস পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি নেতা সাংবাদিক হুমায়ন মুজিব বক্তব্য রাখেন। পরে মতিয়া চৌধুরী বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় অংশ নেন।