মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩৯ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৪ পিএম
মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মান্নান। সংগৃহীত ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর- মুজিবনগর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তাকে কর্মকর্তাকে ফোনে কল দিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আবদুল মান্নানের কণ্ঠসদৃশ এমন একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে।
কলরেকর্ডে শোনা যায় – ‘তুমি বাইরে থেকে মেহেরপুরে এসে বেশ আরামেই আছ। বাড়িঘর করে পয়সাকড়ি অনেক কামাই করেছ। আমি কিন্তু যেমন ভালো লোক তেমনি খারাপ লোক। তোমাকে মন্ত্রী প্রমোশন করায়নি। বাংলাদেশ সরকার তোমাকে প্রমোশন দিয়েছে। আমি যদি একটা কথা শুনি, মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে। আমি এমপি হই আর না হই। তোমার মেহেরপুরের বাসা গুটিয়ে দেব। সাবধান হয়ে যাও। পারলে তোমার মন্ত্রীকে বল, যেখানে খুশি সেখানে বল।’
আবদুল মান্নান আওয়ামী লীগের প্রার্থী হয়ে ১৯৯১ সালে প্রথম মেহেরপুর-১ আসন থেকে এমপি হয়েছিলেন। এবার এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি ফরহাদ হোসেন।
জানা গেছে, আবদুল মান্নানের কণ্ঠসদৃশ কলরেকর্ডে যার উদ্দেশে কথাগুলো বলা হয় তিনি মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অলক কুমার দাস।
জানতে চাইলে অলক দাস বলেন, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ছেলে আমার রোগী। ছেলের কোনো সমস্যা হলে তিনি আমাকে চিকিৎসার জন্য ডাকেন। একজন চিকিৎসক হিসেবে রোগীর চিকিৎসা করা আমার দায়িত্ব।’
এ বিষয়ে জানতে আব্দুল মান্নানের ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।