রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:১০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬ পিএম
রবিবার বিকালে রূপগঞ্জের ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ ও পথসভা করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। প্রবা ফটো
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘রূপগঞ্জের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে কিছু লোক অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিডিয়ায় অভিযোগ করলেও তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি।’
রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায়। নৌকা-নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘যারা প্রধানমন্ত্রীর কাছে নৌকা প্রতীক চেয়ে পায়নি, তারা এখন নৌকার বিরোধিতা করছে। রূপগঞ্জে বিগত সময়ে যে উন্নয়ন করেছি, এ কারণে ভোটের মাঠে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এলাকার ৯৫ শতাংশ জনগণ আমার সঙ্গে আছে। প্রতিপক্ষ প্রার্থী নিজের স্বার্থে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। ভোটাররা আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে তাদের অপপ্রচারের জবাব দেবে।’
তিনি আরও বলেন, ‘যারা এসব কাজ করছে তাদের কোনো জনসমর্থন নেই। এলাকার মানুষ কখনও তাদের পাশে পায়নি। এমনকি তাদের নিজেদের কর্মী পর্যন্ত নেই। তাই মিডিয়ায় বিভ্রান্তিকর কথা বলে বেড়াচ্ছে। তারা আসলে কিছু প্রতিষ্ঠানের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসব করছে। মানুষ তাদের অপপ্রচারে কান দিচ্ছে না। জনগণ উন্নয়নে বিশ্বাস করে। গত ১৫ বছরের উন্নয়ন দেখেই ভোটাররা নৌকায় ভোট দেবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারী (এপিএস) এমদাদুল হক দাদুল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাহবুবুর রহমান মেহের, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাসান আশকারী প্রমুখ।