× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে রেললাইনে ‘বোমা’ বিস্ফোরণ ঘটানোর সময় ৩ জন আটক

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৯ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:০৬ পিএম

আটকরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না- তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আটকরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না- তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জে রেললাইনে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় হাতেনাতে তিনজনকে আটকের দাবি করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর প্রায় দেড়টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন বগুড়া জেলার জয়নাল, নীলফামারী জেলার হাবিবুর রহমান ও হাসান। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, রেললাইনে নাশকতা করার উদ্দেশ্যেই তারা নারায়ণগঞ্জে এসেছিলেন। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এসআই মোখলেসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকাল থেকে রেললাইনজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একজনের হাতে বোমাটি দিয়ে আরেকজন সুতলি (সলতে) জ্বালানোর চেষ্টা করছিলেন। এমন সময় আমরা তাদের হাতেনাতে আটক করি।’

আটকদের রেলওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা কার হুকুমে এ কাজটা করার চেষ্টা করেছে তাদের বিস্তারিত পরিচয় আমরা খতিয়ে দেখছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা