× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-২

সনির শঙ্কা বশর-তৈয়ব, সুযোগে সাইফুদ্দিন

সুবল বড়ুয়া, চট্টগ্রাম

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

সনির শঙ্কা বশর-তৈয়ব, সুযোগে সাইফুদ্দিন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটিতে এবার আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। এ আসনের সাবেক এমপি রফিকুল আনোয়ারের মেয়ে সনিকে টেক্কা দিতে মাঠে আছেন হেভিওয়েট দুই প্রার্থী। তাদের মধ্যে একজন এই আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। অন্যজন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলার সদ্য পদত্যাগী চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। 

নৌকা না পেয়ে বশর প্রার্থী হয়েছেন নিজ দল থেকে। টানা দুইবার এমপি থাকায় এ আসনে শক্ত অবস্থান রয়েছে তার। এবার তার প্রতীক ফুলের মালা। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছেন তৈয়ব। তার প্রতীক তরমুজ। স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ কাজ করছে তৈয়বের পক্ষে। নৌকার প্রার্থী সনির সঙ্গে বশর-তৈয়বের হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা করছেন স্থানীরা।অবশ্য ত্রিমুখী এই লড়াইয়ের মধ্যে সৈয়দ সাইফুদ্দিন আহমদের কপাল খুলতে পারে বলেও ধারণা করছেন অনেকে। সাইফুদ্দিন সুপ্রিম পার্টির চেয়ারম্যান। একতারা প্রতীক নিয়ে এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়েছে তার দল। 

তবে জয়ের বিষয়ে আশাবাদী নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তিনি বলেন, ‘আমার প্রয়াত বাবাও এই ফটিকছড়ির আসনের এমপি ছিলেন। ফটিকছড়ির মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। নৌকার প্রার্থী হিসেবে প্রচারে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি। এলাকাবাসী আমাকে নিরাশ করবেন না। আমাকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন।’ 

দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়ের চেয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হোক, সেটাই মুখ্য চাওয়া বলে মন্তব্য করেছেন নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জয়-পরাজয়ের মালিক আল্লাহ। জোটের মনোনয়ন না পেলেও প্রধানমন্ত্রী আমাকে নির্বাচনে অংশ নিতে বলেছেন। তাই নির্বাচন করছি। দুই মেয়াদে আমি এমপি থাকাকালীন ফটিকছড়ির বিভিন্ন সেক্টরে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। তা ছাড়া এলাকার কারও সঙ্গে আমি দুশমনি করিনি। তাই এলাকার মানুষ আমাকে পছন্দ করেন।’ 

তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিজয় সুনিশ্চিত বলে মনে করছেন তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করছি। ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। তাই ভোটাররা আমাকে নিরাশ করবেন না। ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’ 

একইভাবে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন একতারা প্রতীকের প্রার্থী সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী। তিনি বলেন, ‘ফটিকছড়ি হচ্ছে মাইজভান্ডারীর এলাকা। মাইজভান্ডারী তরিকার লোকজন আমার পক্ষে থাকবেন এবং আমার পক্ষে ইতোমধ্যে এলাকায় বেশ প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আমি নিজেও প্রচারণায় গিয়ে বেশ সাড়া পাচ্ছি। সুষ্ঠু ভোট হলে আমি বিজয়ী হবে। বিজয়ী হলে ফটিকছড়িতে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কাজ করব।’

এই চার প্রার্থীসহ আসনটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী। বাকি চার প্রার্থী হলেনÑ লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. শফিউল আজম চৌধুরী, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্টের মীর মোহাম্মদ ফেরদৌস আলম, মোমবাতি প্রতীক ইসলামী ফ্রন্টের মুহাম্মদ হামিদ উল্লাহ ও ঈগল প্রতীকে আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান। দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনটিতে মোট ভোট ভোটার ৪ লাখ ৫২ হাজার ২৭ জন। নির্বাচনে ১৪২টি ভোটকেন্দ্রে থাকবে ৯৮১টি ভোটকক্ষ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা