× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:২০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগে শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের তিন নেতাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান।

রবিবার (২৪ ডিসেম্বর) তাদের কারণ দর্শানো নোটিস দেন তিনি।

আওয়ামী লীগের তিন নেতা হলেন- সমাজসেবা অধিদপ্তরের সাবেক সচিব ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. জিল্লার রহমান, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক ও কানসাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেনাউল ইসলাম।

নোটিসে বলা হয়েছে-  আওয়ামী লীগের ওই তিন নেতা শিবগঞ্জের বিভিন্নস্থানে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা সম্বলিত ব্যানার বা প্ল্যাকার্ড এখনও গাছ, বিদ্যুতের খুঁটিতে টানিয়ে রেখেছেন। যা ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরে সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে শোকজ নোটিসে। ২৫ ডিসেম্বর বেলা ৩টার দিকে নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে অভিযুক্ত আওয়ামী লীগের ওই তিন নেতাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা