× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলায় ঘন কুয়াশায় জনজীবনে ভোগান্তি

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩ পিএম

মোংলায় ঘন কুয়াশায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। প্রবা ফটো

মোংলায় ঘন কুয়াশায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। প্রবা ফটো

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যার ফলে সূর্যেরও দেখা নেই। সেই সঙ্গে কুয়াশা ও বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। কুয়াশার কারণে মোংলার মহাসড়কে যানবাহন ও বন্দরের পশুর চ্যানেলে নৌযান চলাচল ও পণ্য পরিবহণ বিঘ্নিত হচ্ছে। কুয়াশায় নদী ও সড়ক পথে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে জনজীবনে ভোগান্তি বেড়ে গেছে।

সেই সঙ্গে কুয়াশায় মোংলার মহাসড়কে হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন। সড়কে যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। এদিকে আকাশ মেঘলা, সূর্যের দেখা না মেলা ও কুয়াশার সঙ্গে বাতাসে শীতের প্রকোপ বাড়ছে। ফলে স্বাভাবিক জনজীবনে বিরূপ প্রভাবও পড়েছে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখা সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু বলেন, ‘ঘন কুয়াশার কারণে বন্দরের পশুর নদীতে থাকা পণ্যবাহী নৌযান (কার্গো, কোস্টার ও বার্জ) চলাচল বিঘ্নিত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় এ সকল জাহাজের মাস্টার ও স্টাফেরা নৌযান চলাচল থেকে বিরত থেকে অলস সময় পার করছেন।

মোংলা বন্দর লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার মাস্টার বলেন, ‘কুয়াশায় নদীর সামনের কিছু দেখা যাচ্ছেনা। তাই বন্দরে অবস্থানরত বিভিন্ন জাহাজ থেকে পণ্য নিয়ে গন্তব্যের অপেক্ষায় শত শত নৌযান।’

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘দিনের তুলনায় রাতে কুয়াশা বেশি থাকবে। সেই সঙ্গে আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। এমন অবস্থা বিরাজমান থাকবে সোমবারও। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা