× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নৌকার দুই সমর্থককে জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৭ এএম

কালীগঞ্জে রাস্তার উপর তোরণ নির্মাণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। প্রবা ফটো

কালীগঞ্জে রাস্তার উপর তোরণ নির্মাণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। প্রবা ফটো

গাজীপুরের কালীগঞ্জে রাস্তার উপর নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করায় ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন উপজেলা যুবলীগ নেতা। 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়ার ভ্রাম্যমান আদালত তাকে এ জরিমানা করেন।

পরে কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রানা জরিমানার ১০ হাজার টাকা পরিশোধ করেন। তিনি  সালদিয়া গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে নৌকা প্রতীকের সমর্থক আরিফুল ইসলাম রানা উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামে পাকা রাস্তার উপর নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করেন। জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ ধারায় তাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এদিকে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের কাপাসিয়ার বারিষাব গ্রামের জহিরুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত নূর মৌসুমির ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।

পরে জহিরুল হক জরিমানার ১০ হাজার টাকা পরিশোধ করেন। তিনি নৌকা প্রতীকের সমর্থক বলেন স্থানীয়রা জানান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত নূর মৌসুমি জানান, উপজেলার বারিষাব গ্রামের নিজ বাড়িতে বিশাল প্যান্ডেল নির্মাণ করে ভোজের আয়োজন করে স্থানীয় জহিরুল হক। তার বাবার চল্লিশার আয়োজন করা হলেও ওই অনুষ্ঠানে মাইকে নৌকার নির্বাচনী প্রচারনা চলছিলো। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ওই বাড়ীতে উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮(১) ধারা অমান্য করে ভোজের আয়োজন করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে জহিরুল হককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন‌না বলে তাকে সতর্ক করে দেয় আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা