রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ০০:৩০ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ০০:৪২ এএম
ছবি : সংগৃহীত
রাজশাহীর পুটিয়া উপজেলার বানেশ্বরে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সড়কে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে বানেশ্বরে আমার বাড়ির কাছে অবস্থিত নির্বাচনি কার্যালয় অফিসকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনায় রকি নামে তার একজন সমর্থক আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তিনি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন।’
অন্যদিকে এই ঘটনার পরে সারদা রোডে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ওসি সাইদুর রহমান বলেন, ‘জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি সনাতন চক্রবর্তী ঘনাস্থল পরিদর্শন করে গেছেন। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।’