× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:১০ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম

পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট।

পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটো) আসনের স্বতন্ত্র প্রার্থী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনোয়ার সাদাত বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অথচ আমাকে না জানিয়ে, না বলে বুধবার দলীয় কার্যালয়ের সামনে এক পথসভা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পথসভায় আমাকে অব্যাহতি দিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুলকে (নির্বাচনকালীন) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন তিনি। রেলমন্ত্রী অন্য কারও কাছে সাধারণ সম্পাদকের পদ হস্তান্তর করতে পারেন না। তিনি স্বপ্রণোদিত হয়ে অগঠনতান্ত্রিক ও স্বেচ্ছাচারী একটা সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে দলের নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তিনি একজন রেলমন্ত্রী হয়ে এ ধরনের বক্তব্য পথসভায় দিতে পারেন না। তার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।'

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘তিনি (নূরুল ইসলাম সুজন) পঞ্চগড়-২ আসনে নির্বাচন করছেন। তিনি ঢাকায় থাকেন। জেলার সব রকম সাংগঠনিক কার্যক্রম আমি পালন করি। এমন কোনো দিন যায়নি দলীয় অনুষ্ঠানে আমি ছিলাম না। তিনি পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অথচ পঞ্চগড়-১ আসনে এসে একটি অনির্ধারিত সভায় তিনি এ সিদ্ধান্ত কীভাবে নিলেন? এ সিদ্ধান্ত নিতে পারেন কেবল সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি গঠনতন্ত্র পড়েছি। গঠনতন্ত্রের কোথাও এমন কথা লেখা নেই যে জেলার সভাপতি তার সাধারণ সম্পাদককে সরিয়ে অন্যজনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। তিনি পঞ্চগড়-১ আসনে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এমন একটি সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন। এখানে কোনো আর্থিক বিষয়ও থাকতে পারে।’

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ হিটলার, প্রচার সম্পাদক রবিউল ইসলাম চানু, কৃষি ও সমবায় সম্পাদক সপিয়ার রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মতিয়ার রহমানসহ  অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন।

বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়-টুনিরহাট সড়কের পাশে এক পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঘোষণা দেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এজন্য তিনি দলীয় দায়িত্ব পালন করতে পারছেন না। তার পরিবর্তে যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা