× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সাকিব আমাদের ছেলে, আমরা তার পাশে আছি’

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৩ পিএম

সহপাঠীদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন সাকিব আল হাসান। প্রবা ফটো

সহপাঠীদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন সাকিব আল হাসান। প্রবা ফটো

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান এবার নিজ এলাকা থেকে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে মাগুরা-১ (শ্রীপুর এবং মাগুরা সদর) আসনে প্রার্থী করেছে আওয়ামী লীগ। সাকিবের নির্বাচনী প্রচার কেন্দ্র করে জেলার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সাকিবকে অতিথি করে শুক্রবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়ে গেল ‘লিজেন্ড কাপ’ ক্রিকেট প্রীতি ম্যাচ। এতে যোগ দিয়ে সাকিব শোনালেন তার ক্রিকেটার হয়ে বেড়ে ওঠার গল্প। এলাকার ক্রিকেটাররা সাকিবকে সমর্থন জানিয়ে বলেছেন তারা সব সময় সাকিবের পাশে থাকবে।

প্রীতি ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে এক ওভার ব্যাট ও বল ক‌রে ম্যাচ উদ্বোধন করেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট বিতরণ করেন তিনি। সেখান থেকে শ্রীপুর উপজেলায় নির্বাচনী প্রচারণায় বেরিয়ে পড়েন আওয়ামী লীগের এই প্রার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব আল হাসান শোনান তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প। তিনি বলেন, ‘আমরা সবাই একই পরিবারের। যেহেতু সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। অবশ্যই আশা করব সবাই আমাকে ভোট দেবেন। নৗকা মার্কাকে বিজয় করবেন। আমি আপনাদের মাগুরারই সন্তান। এই মাঠ থেকেই আমার ক্রিকেটের শুরু। শুধু তখন এখানে বড় প্রাচীর ছিল না। ছিল শুধু একটা জামরুল গাছ। আমি প্রথম দিন এসে ওখানে বসে ছিলাম। দেখলাম গোর্কী ভাই প্রাকটিস করাচ্ছেন। গোর্কী ভাই আমার একটা টুর্নামেন্টের খেলা দেখে পছন্দ করেন। তারপর এই মাঠে আমাকে আসতে বলেন। আমি লজ্জায় প্রথম দিন মাঠে আসতেই পারিনি এখানে ট্রেনিং করতে। বসে থেকে চলে যাই এবং পরের দিন আবার আসি মাঠে। ওইদিন খেলা শেষের দিকে আমি গোর্কী ভাইকে বলি আমাকে আসতে বলেছিলেন। তখন আমাকে বল করতে বলে। ব্যাটিং এবং বলিং করি।’ 

তিনি বলেন, ‘তিনি খেলা দেখে আমাকে বলেন এর পর থেকে স্পিন বল করবে তুমি। সেই থেকেই স্পিন বোলার হয়ে গেলাম। প্রথমে আমি ফাস্ট বলার ছিলাম। এই মাঠ থেকেই আমার শুরু, আবার নতুন একটা জীবন শুরু হচ্ছে। এ খানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা ভোটের মাঠে যাবেন এবং আত্মীয়-স্বজনকেও ভোট দিতে উৎসাহ দিবেন। এটি প্রত্যেকের নাগরিক অধিকার, তার নিজের পছন্দনীয় প্রার্থী নির্বাচন করা।’

সাকিবের ছোটবেলার ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী বলেন, ‘এই আয়োজন মুলত সাকিবকে কেন্দ্র করেই। সেই আমাদের ছোট্ট সাকিব আজ বিশ্ব অলরাউন্ডার। সে আমাদের ছেলে। আজ সে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলার সকল ক্রিকেটার তার পাশে আছে।’

এ সময় উপস্থিত ছিলেন- টিভি তারকা সাব্বির হোসেন, বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার সোহানুর রহমান, সাবেক ক্রিকেট সংগঠক শুভাশীষ হালদার গোরা, বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায়সহ নতুন-পুরাতন শতাধিক ক্রিকেটার অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা