× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশের দায়িত্ব নির্বাচন কমিশনের : ইসি রাশেদা

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশের দায়িত্ব নির্বাচন কমিশনের : ইসি রাশেদা

ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের আর ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি ও বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘পুলিশ-প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা হেল্পিং হ্যান্ড, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসনসহ যারা দায়িত্বে আছে তারা বলেছে এই পরিবেশ বজায় আছে; যা আরও উন্নত হবে। এই প্রতিশ্রুতি তারা করেছে। যারা (পুলিশ-প্রশাসন) কথা দিয়েছে আমরা তাদের প্রতি আস্থা রেখেছি, বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করি, একটা সুষ্ঠু সুন্দর ভোট হবে।’

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটাররা) দেখতে পাবেন। আমরা ১২শ নির্বাচন করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নিয়েছি, তা অতীতে ফিরে গেলেই আপনারা দেখতে পাবেন। আমরা শুধু মুখের কথা বলি না, কাজও করি। আমরা কাজে বিশ্বাসী। কথা ও কাজ আমাদের এক। এটা আমাদের কাজ। করে যাচ্ছি এবং করে যাব।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটারদের আমি বলব আপনারা কেন্দ্রে আসেন এবং ভোট দেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার। আপনার অধিকার আপনি প্রয়োগে সচেষ্ট থাকেন। আন্তরিকতা নিয়ে আসেন। ভোটের ক্ষেত্র তৈরি হচ্ছে এটা বজায় থাকবে এবং আরও উন্নত হবে। আপনি নির্ভয়ে আসেন। আমরা আপনাদের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য আইন করেছি। কেউ আপনাকে বাধা দিলে, হুমকি দিলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনলে অবশ্যই তারা তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।’

ভোটার উপস্থিতি না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা নেই। কারণ আমরা বিশ্বাস করি ভোটাররা আসবে। আমরা আশাবাদী মানুষ। আসবে না এ কথা আমি আগেই মাথায় নেব না। ভোটাররা আসবে ইনশাল্লাহ।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা